সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের পাশে ইউসিবি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। সবার জন্য ব্যাংকিং’ এই স্লোগানে রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন ইউসিবি বিল্ডিংয়ের নিচ তলায় ব্যাংকটির শাখা উদ্বোধন করা হয়।
মাহবুব ট্রেডিংয়ের উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহবুব-উল আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক সভাপতি আমিনুল বারি, ইউসিবি ব্যাংকের উত্তরাঞ্চলীয় জোনাল ম্যানেজার মোহাম্মদ সুমন, জয়পুরহাট ইউসিবি ব্যাংকের অপারেশন ম্যানেজার মাহমুদুল আলম, এক্সিম ব্যাংকের ম্যানেজার গোলাম আজমসহ অন্যরা।
পরে অতিথিরা ফিতা কেটে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।