প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
জরুন ফুটবল সুপারলীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
গাজীপুরের কোনাবাড়ী জরুন ফুটবল সুপার- লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নক আউট পর্বে ১৬ টি দলের অংশগ্রহণে জরুন ফুটবল সুপারলীগ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে মাল্টি ফ্যাবস্ লিঃ ফুটবল একাদশ বনাম রিপন নীটওয়্যার লিঃ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। গোল শূন্যে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটে রিপন নীটওয়্যার লিঃ ফুটবল একাদশকে এক শূন্য গোলে লিড এনে দেয় ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অন্তর। শেষ মুহুর্তে মাল্টিফ্যাবস্ লিঃ ফুটবল একাদশ এর ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামিমের গোলে সমতায় ফিরে তারা। পরবর্তীতে এক এক গোলে শেষ হয় দ্বিতীয়ার্ধের খেলা।
অবশেষে ট্রাইবেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে রিপন নীটওয়্যার লিঃ ফুটবল একাদশকে এক শূন্য গোলে হারায় মাল্টি ফ্যাবস্ লিঃ ফুটবল একাদশ।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন মোয়াজ্জেম খান। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম (হাসান) এবং জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জরুন ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে উদ্বোধনী ম্যাচে এসোসিয়েশন এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি মো: আলম খন্দকার।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.