গাজীপুর জেলা প্রতিনিধিঃ জাকের পার্টি ৩৬ বছরে কোনদিন ভোগের রাজনীতি করে নাই। জাকের পার্টি ত্যাগের রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর জাকের পার্টির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন,জাকের পার্টি ক্ষমতার বাইরে থেকেও আত্মমানবতার কল্যাণে দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন।
রোববার (৫ অক্টোবর) বিকেলে মহানগরীর ইসলামপুর পশ্চিম পাড়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় জাকের পার্টির মূলদল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরীর ১৪ নং ওয়ার্ড জাকের পার্টির সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে বাসন থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশন টিম প্রধান ও গাজীপুর মহানগর জাকের পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী, জাকের পার্টি কেন্দ্রীয় যুবফ্রন্টের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম দেওয়ান,কাশিমপুর থানা জাকের পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এসময় জাকের পার্টির মূলদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ জনসভায় ও র্যালীতে অংশগ্রহণ করেন। জনসভা শেষে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।