প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বুট ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় লালমাটিয়া মহিলা কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে “দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে” শীর্ষক এক বুট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদানের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ মূল শিক্ষার পাশাপাশি সময়োপযোগী বিকল্প শিক্ষা হিসেবে Blended Learning এর উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলো অতীতে বিশ্বমানের শিক্ষা প্রদান করলেও এখন তার অবনতি ঘটেছে। বৈশ্বিক মানদণ্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের মাধ্যমে অতীতের গৌরবময় অবস্থানে ফিরিয়ে আনতে হবে।”
উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের ৭০ শতাংশ শিক্ষার্থী স্নাতক, সম্মান, স্নাতকোত্তর এবং বিভিন্ন গবেষণায় অধ্যয়নরত আছেন। এ সকল শিক্ষার্থীদের প্রয়োজন সময়োপযোগী বিকল্প শিক্ষা। মূল শিক্ষাক্রমে অংশগ্রহণ করার সাথে সাথে তাদের আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য প্রয়োজন Blended Learning। পৃথিবীর বিভিন্ন দেশের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শিক্ষা লাভ করে যেন আত্মনির্ভরশীল কর্মমুখী হতে পারে সে ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দানকে বেগবান করতে এবং সময়ের প্রয়োজন মেটাতে প্রয়োজন এমন এক ধরনের শিক্ষা কার্যক্রম যা ICT, Soft skill ও বাস্তবমুখী শিক্ষার সংমিশ্রণ।” এছাড়াও তিনি মানবজীবন, মানব সম্পদ উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন SDG লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এ জন্য তিনি বিগত সময়ের অগণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনাকে দায়ী করেন। তিনি বলেন গনতন্ত্র ছাড়া দেশের মানুষের মুক্তি অসম্ভব।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক মামুনুর রশীদ ভুঞা (অতিরিক্ত সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান ও “দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে” শিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক কবীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অতিথিদের শুভেচ্ছা জানান লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজনীন আকতার চৌধুরী। এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বুট ক্যাম্পে অংশগ্রহণকারীরা দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.