জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এল এল. বি. শেষ পর্ব পরীক্ষা আগামী ৩ নভেম্বর ২০২৩ তারিখ থেকে সারাদেশে ৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশে ৭১ টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর ০১৩১৩০৫২৩৬৬। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।