নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৬ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় এর জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এর সই করা এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।
এর আগে সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবি আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার এর সকল বোর্ডের এইচসি পরীক্ষা স্থগিত করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।