জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার ১৬ আগষ্ট দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
আলোচনায় অংশগ্রহণ করেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান প্রমূখ।
সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ আগষ্ট সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।