পাবনার ভাঙ্গুড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সংগঠনটির পাবনা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোঃ ইকরামুল হককে আহ্বায়ক ও মোঃ ইকবাল হোসেন সেলিম এবং সাইদুল ইসলামকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। শনিবার আহ্বায়ক মোঃ ইকরামুল হক গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান। আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল এর উপস্হিতিতে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ ফোরকান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সাহা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে ১ জনকে আহবায়ক ২ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে। এ ছাড়া ৪১ জনকে সদস্য করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সম্মেলন শেষ করে উপজেলা কমিটি গঠন লক্ষ্যে সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে। এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ আসলাম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গেলাম হাফিজ রন্জু,ইমরান হাসান আরিফ, শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ,ইবনুল হাসান শাকিল,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মোকলেছুর রহমান সাইদ প্রমূখ।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ ফোরকান আলী বলেন,জাতীয় শ্রমিক লীগ ভাঙ্গুড়া উপজেলার কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্য সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শেষে উপজেলা শ্রমিক লীগের সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।