জীবন আমার দুঃখের নদী
চোখের জলে থৈ থৈ ,
সারা জীবন বইছে হাওয়া
সুখগুলো সব গেল কই।
কখনো সিডর কখনো আইলা
তীক্ষ্ণ বেগে বইছে হাওয়া,
বুকের পাঁজর যাচ্ছে ভেঙ্গে
বারে বারে দিচ্ছে ধাওয়া।
ঝড় তুফান আর তুষার পাতে
জীবন হয়তো শেষের পথে,
কালবৈশাখী ঝড়ের সাথে
বিজলী চমকায় মধ্যরাতে।
জোয়ার ভাটার প্রহর গুনি
কবে হবে তার শেষ,
ধৈর্য ধরে থাকতে হবে
যত দিন আছে নিঃশেষ ।
লেখক:
মো: স্বপন মাহমুদ / কলমের বার্তা
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।