আশরাফুল হক, লালমনিরহাট :লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর নিকট প্রধান উপদেষ্টা বরাবরে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি এ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার আমীর এ্যাড. আবু তাহের-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি ও লালমনিরহাট (আদিতমারী-কালীগঞ্জ) ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমূখ। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তাগণ বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবী মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবী জানিয়েছে। উল্লেখ্য যে, ৫ দফা দাবিগুলো হলো: ১। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। ২। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল লালমনিরহাটের মিশন মোড় এলাকা থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে এসে স্মারকলিপি দিয়ে শেষ হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।