আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন -২০২২ উপলক্ষে মনোনয়নপত্র চুড়ান্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রম করেন, জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ রিটার্নিং অফিসার ড.ফারুক আহাম্মদ।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক (মন্ত্রী) আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জসিম উদ্দিন পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজার রহমান, নির্বাচন অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক সহ নির্বাচনে অংশগ্রহণকারী মনোনয়নপত্র জমা দানকারীদের প্রস্তাব ও সমর্থককারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদের
চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্রের বৈধতা চুড়ান্ত ঘোষণা করা হয় বিধায় দ্বিতীয় বারেও চেয়ারম্যান হিসাবে বর্তমান পরিষদের প্রশাসনিক নিয়োগপ্রাপ্ত প্রশাসক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক প্রানী সম্পদ মন্ত্রী বেলকুচি উপজেলার কৃতিসন্তান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হবেন।
৯ টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে -৫২ মনোনয়ন পত্র দাখিল করেন এর মধ্যে ১৪ জনের মনোনয়ন বাতিল হয়। সংরক্ষিত মহিলা আসনে দাখিল করেন মোট ৯ জন এর মধ্যে বাছাই পর্বে ১ জনের বাতিল করা হয়।
চুড়ান্ত ভাবে মনোনয়নকারী স্ব- ইচ্ছায় আগামী ২৫সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রার্থীতা উত্তোলন করতে পারবেন।এবং আগামী ২৬সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে জানা যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।