ইমরান হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাট - রাজশাহী রোডে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, বিএনপি নেতা হাসান উদ্দিন তুষার সহ দলটির নেতাকর্মীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।