জয়পুরহাটের পাঁচবিবিতে রবিউল ইসলাম (৪৫) নামে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
০৯ অক্টোবর পাঁচবিবি সরকার পাড়া সিনেমা হলের পাশে থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পাঁচবিবি শহরের সিনেমা হল এলাকায় বসবাসরত রবিউলের একটি কলাবাগান থেকে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এলাকাবাসীরা জানান সে শখের বসে গাছে ওঠে পাখি শিকার করত, কলাবাগানের উপরে বড় গাছ রয়েছে, গাছ থেকে পড়ে গিয়েও তার মৃত্যু হতে পারে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে, মৃত্যুর কারন। এ বিষয়ে তদন্ত চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।