জয়পুরহাট জেলা শহরের পাচঁবিবি রোডের হরিবাসর এলাকা থেকে শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে জোসনা কুন্ডু (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জোসনা কুন্ডু হলেন হরিবাসর মোড় এলাকার মৃতঃ হরি কুন্ডুর স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য নিহতের ছোট ছেলে নিশিত কুন্ডুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার চার সন্তানের মধ্যে মেয়ে মৃত্যু বরণ করেছে, বড় ছেলে জয়পুরহাটের বাহিরে থাকেন, মেয়ে শশুড়বাড়ীতে ও ছোট ছেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি থাকায় জোসনা কুন্ডু হরিবাসর মোড় মদিনা মহল সংগ্লন তার বাড়িতে একাই বসবাস করতেন। এ সুযোগে রাতের কোন এক সময় কে বা কাহারা বটি দিয়ে তাকে গলাকেটে করে হত্যার পর পালিয়ে যায়।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের ছোট ছেলে নিশিত কুন্ডুক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি ছিল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজন হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকান্ডটি পারিবারিক কলহ বা জায়গা সংক্রান্ত দন্দের কারণে হতে পারে। নিহত বৃদ্ধা যে বাড়িতে থাকতেন সেই জায়গাটার লেনদেন সংক্রান্ত ঝামেলা আছে। তাদের পূর্ব পুরুষ জায়গাটা বিক্রি করেছে কিন্তু তারা দখল দিচ্ছেনা। তার কথা হলো জায়গাটা বিক্রি হয়নি এবং কোর্টে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। এ বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই হত্যা কান্ডের রহস্য উদঘাটন হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।