জয়পুরহাটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট ১ আসনে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই ) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা জাকের পার্টির সভাপতি , সিরাজুল ইসলাম ফৌজদারের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরিফুল ইসলাম সাইফী, মাওঃ মাসুম বিল্লাহ, কেন্দীয় যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোশের্দ হাসানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।
অনুষ্ঠানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এমপি পদে ৪ জন পার্থী নির্বাচনের ইচ্ছে পোষণ করেন। পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।