জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর নিহত ও আহত হয়েছে তিন জন।
শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর মালিদহ সেকেন্দার আলীর ছেলে মাহবুবুল আলম (৩৬)।
আহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০),নিলত পাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। জয়পুরহাট -হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়ে ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে। চিকিৎসাধিন অবস্থায় মোটরসাইকেল আরোহী মারা যায়।
ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, ট্রাকের ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।