জয়পুরহাটে ৫০ বোতল ফেন্সিডিল সহ বায়েজিদ বোস্তামী ( ২৭ ) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা চকশিমুলিয়া গ্রাম থেকে ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বায়েজিদ হলেন পাঁচবিবি উপজেলার বাগজানা চক শিমুলিয়া গ্রামের ফেরদৌসের ছেলে। জয়পুহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক আমিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ দল পাঁচবিবি উপজেলার বাগজানা চকশিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল সহ বায়েজিদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। সুলতান মাহমুদ জয়পুরহাট
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।