জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে হৃদয় হাসান (১৩) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ঐ গ্রামের রবিউল ইসলামের ছেলে ও মধুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ। কালাই থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, সকালে বৃষ্টি শুরু হলে দাদা মনসুর আলীর সাথে মাঠের মধ্যে একটি পুকুরে মাছ ধরতে যায় হৃদয় হাসান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।