মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা ক্রিকেট একাডেমি পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম। ক্রিকেটাঙ্গনে বুলবুল নামে বেশি পরিচিত এ ক্রিকেটার বৃহস্পতিবার ৬ জুন বিকেলে ঝিকরগাছার বিএম হাই স্কুল মাঠে ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের সঙ্গে তিনি সময় কাটান।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ানের দেখা পেয়ে এদিন উচ্ছ্বাসিত ছিল একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা। কোচদের কোচিংয়ে যুক্ত বুলবুলের কাছে ক্রিকেটের বিভিন্ন বিষয় জানতে চান। বুলবুলও একাডেমির ক্রিকেটারদের আবদার মেটান। তিনি নিজের অভিজ্ঞতা থেকে শেখা কিছু মন্ত্র শেয়ার করেন।
এ সময় ক্রিকেটারদের সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকার ও কঠোর পরিশ্রমের পরামর্শ দেন বুলবুল।
উল্লেখ্য, দেশের ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র বর্তমানে কর্মরত আছেন আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক হিসেবে। সাবেক এ ক্রিকেটারের শশুর বাড়ি যশোরে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।