গাজীপুরের টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো,টঙ্গী পশ্চিম আরিচপুর গ্রামের মৃত হানিফের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৩) এবং ময়মনসিংহ জেলার সদর থানার মধ্য বাড়েরা,মজিদ মার্কেট খাঁ বাড়ি এলাকার আসকার আলীর ছেলে আদম আলী(৩২)।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তারা দীর্ঘদিন ধরে তাদের সহযোগীদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।