গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের টঙ্গীতে পরিবহনের চাঁদাবাজির অভিযোগ ৮ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। বুধবার (১ মে) বিকেলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন,রফিকুল ইসলাম রতন (৩৮), ফজলুল হক (৬৪), সেলিম (২৭), রমজান আলী (৩৮), সেলিম আহমেদ (৪৪), জান শরীফ (৫১), মিন্টু মিয়া (১৯) ও জাকির হোসেন (৪৬)।
এ ঘটনায় পলাতক আসামিরা হলেন সাদ্দাম (৩৩), আল-আমিন (৩৫), শাহাবুদ্দীন ওরফে জাপানি (৬০), খোরশেদ (৫০), সেলিম সিকদার ওরফে বিকাশ সেলিম (৩৪), আলম ওরফে হকার আলম (৩৫) ও স্বপন (৪৫)।
পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের স্টেশন রোড এলাকায় অটোরিকশা, ইজি বাইক, সিএনজি ও লেগুনায় চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দৈনিক উত্তোলিত চাঁদার সাত হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার নাজির হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজির সাথে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। অভিযান চলমান থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।