প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ১১:৩৮ অপরাহ্ণ
টঙ্গী পশ্চিম থানার এস আই মিল্টন কুন্ডুর আত্মহত্যা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) মিল্টন কুন্ডু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্রাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী ওই এস আই নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন । নিয়মিত তেমন কোন কাজকর্মই করতেন না। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় কর্মরত এসআই মিল্টন কুন্ডু উক্ত থানার ষষ্ঠ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ষষ্ঠ তলার তার নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে ।
জিএমপি টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.