প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ
টাকা ছিনিয়ে নেওয়ার ক্ষোভে দুই ভাইকে খুন,প্রধান আসামি গ্রেফতার
আজ দুপুরে গাজীপুর পোড়াবাড়ি র্যাব-১ এর
কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান,কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,ঘটনার দিন (২০ অক্টোবর) সন্ধ্যা রাতে শফিকুল ইসলাম ও শুক্কুরসহ মোট ৪ জন একটি অটোরিক্সা যোগে বাঙ্গালগাছ বাঁশবাজার এসে কিছু না বলে উক্ত বাজারে বিল্লাল এর দোকান ভাংচুর করে,পরে পাশে রাসেল এর মুদি দোকানের ফ্রিজ ভাংচুর করে এবং তার দোকানের সিসি ক্যামরার যন্ত্রপাতি সাথে নিয়ে, জনৈক জুলহাস এর গাড়ী ওয়াশিং পয়েন্ট এর দোকানে গিয়ে জুলহাস ও মমিনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আব্দুল আউয়ালসহ তিন থেকে চারজন চারিদিক থেকে ঘিরে দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে জিএমপি, গাজীপুর সদর থানা পুলিশ ভিকটিমদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমদের পিতা মোঃ আবুল কাশেম জিএমপি সদর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর হতে আসামীগণ গ্রেফতার হওয়ার ভয়ে পলাতক থাকেন। এই ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১, সিপিএসসি এর একটি আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ অক্টোবর) তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ভোর সাড়ে চারটা সময় জিএমপি সদর থানাধীন শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকায় মিঃ সুইটস এন্ড বেকারী এর সামনে হতে প্রধান আসামি আব্দুল আউয়ালকে (৫১) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বাটনযুক্ত মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আউয়াল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত হাতেম আলীর ছেলে। র্যাব আরো জানায় গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.