মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২শ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : রাসেল মিয়া জানান,গোপন সংবাদে বিশেষ কায়দায় রক্ষিত ট্রাকের চাকার মধ্য থেকে ওই ফেনসিডিল গুলো নয়া কৌশলে উদ্ধার করা হয়।
তবে আসামীকে আটক করা সম্ভব হয়নি। পলাতক আসামী হলেন,বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে মামুন হোসেন (২৪) পলাতক।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।