আগামী ১ এপ্রিল থেকে বাস টার্মিনাল ছাড়া রাজধানীর আর কোথাও কাউন্টার থাকবেনা বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৩ ডিসেম্বর) নগরভবনে এক সভায় এ কথা জানান তিনি।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, আগামী বছরের ১ এপ্রিল থেকে ঢাকার ভেতরে নির্দিষ্ট বাস টার্মিনাল ছাড়া আর কোথাও বাস কাউন্টার থাকতে দেয়া হবে না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।