গাজীপুর মহানগরীর কাশিমপুরে গলায় টিউমারের ব্যাথা সহ্য করতে না পেরে বাথরুমের ভিতরে আত্মহত্যা করেছেন পুলিন চন্দ্র মন্ডল (৪০) নামে এক ভারসাম্যহীন রোগী রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা সময় কাশিমপুরে পশ্চিম এনায়েতপুরে এ ঘটনা ঘটে।
নিহত পুলিন চন্দ্র মন্ডল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার রসুলপুর গ্রামের মৃত অক্ষয় চন্দ্র মন্ডলের ছেলে। সে স্রী নিয়ে গাজীপুরের কাশিমপুরে পশ্চিম এনায়েতপুর জুলহাসের বাসায় ভাড়া থাকতো। নিজে কোন কাজ কর্ম না করলেও স্ত্রী শেফালী মন্ডল স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন।
নিহতের স্ত্রী শেফালী মন্ডল বলেন,আজ সকালে সাড়ে ৫ টা সময় রান্না করে অফিসে চলে যাই। বেলা সাড়ে ১১ টা সময় বাসায় খেতে এসে দেখি সে বাসার বাথরুমের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তিনি আরো বলেন, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুক্ততে ছিলো। তার গলায় একটা টিউমার ছিলো মাঝে মধ্যেই প্রচন্ড ব্যাথা করতো। গতকাল রাত থেকেই গলার টিউমার প্রচন্ড ব্যাথা করতেছিল। টাকার জন্য চিকিৎসা করাতে পারছিলাম না। এর আগেও সে একাধিকবার আত্মহত্যা করতে চেয়েছিল।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।