গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৬ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনায় নিহত ওই মোটরসাইকেল চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ওই মোটরসাইকেল চালাক গাজীপুর থেকে উল্টো পথে কোনাবাড়ীর দিকে যাচ্ছিল।
অপর দিকে চন্দ্রা থেকে গাজীপুরের দিকে (ঢাকা মেট্টো-উ ১৪-২৬৬৭) ট্রাকটি আসছিল। ট্রাকটি কড্ডার কাছাকাছি আসলে মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে সুকৌশলে ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।