রেলের ছাদে যাত্রীবহন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । রেলের টিকেট কালোবাজারি বন্ধে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে টিকেট কালোবাজারি বন্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রেলওয়েকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। টিকেট বিক্রিতে অনিয়ম ও ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়াও রেলের কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেছেন আদালত।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন। এদিকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেয়া শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান ও অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির বিষয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এমন তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের প্রেক্ষাপটে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার শুনানিতে ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেছে আদালত। রেলের টিকেট কালোবাজারি বন্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রেলওয়েকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে শুনানির সময় ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের আইনজীবী মোঃ খুরশীদ আলম খান, রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন্স) এ এম সালাউদ্দিন, পরিচালক (ট্রাফিক) নাহিদ হাসান খান এবং সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট মোঃ জুবায়ের হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
শুনানির সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ করে আদালত প্রশ্ন তুলে বলেন, কেন ট্রেনের ছাদে লোক ওঠে? এটা কি পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। ট্রেন কি আপনারা গ্রাস করতে চাচ্ছেন? রেল কর্মকর্তা সালাউদ্দিন এ সময় বলেন, ‘ছাদে যাত্রী ওঠা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যর্থতা।’ আদালত বলেন, ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে, তারা কি টাকা দিচ্ছে না? এটা তো দুর্নীতি।
ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের প্রসঙ্গে আদালতে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের হোসেন বলেন, অনলাইনে টিকেট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু তিনি এক ঘণ্টা পর পেমেন্ট করেছিলেন, তাই তিনি টিকেট পাননি। তবে ৩ দিন পর সেই পেমেন্ট করা টাকা ফেরত দেয়া হয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে বলেন, অনিয়ম পাওয়ায় সহজ ডটকমকে গত বুধবার ভোক্তা অধিকার দুই লাখ টাকা জরিমানা করেছে, যেখান থেকে ৫০ হাজার টাকা অভিযোগকারী রনি পাবেন।
আদালত বলেন, বৃহস্পতিবার থেকেই ট্রেনের ছাদে যাত্রী চড়া বন্ধ ঘোষণা করা হল। একই সঙ্গে ট্রেনের টিকেট কালোবাজারি ও ছাদে যাত্রী বহন বন্ধের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা রেলওয়ে কর্তৃপক্ষকে আগামী ৩১ জুলাইয়ে মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন রনির আন্দোলনের যুক্তি এবং তার ছয় দফার বিষয়ে বুধবার জানতে চেয়েছিল আদালত। আমি রেলের ডিজির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছি, তিনি বলেছেন, এ বিষয়ে কমিটি গঠনের জন্য পদক্ষেপ নিয়েছেন, তাদের জিএমকে চিঠি দিয়ে মহিউদ্দিন রনির দাবি-দাওয়া সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলেছে। রেলের ডিজি আদালতে প্রতিনিধি পাঠিয়েছেন জানিয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মানিক বলেন, আদালত ওনাদের বক্তব্য শুনে ট্রেনের অব্যবস্থাপনার বিষয়ে বলেছেন, ট্রেনের ছাদে কোন যাত্রী বহন করতে পারবে না। বৃহস্পতিবার থেকে টিকেট কালোবাজারি চলবে না, তা বন্ধ করতে হবে-এ মর্মে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে আদালত।
রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই কমলাপুর টিকেট কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেন ঢাবি থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এরপর মঙ্গলবার পদযাত্রা করে রেলের মহাপরিচালককে তিনি স্মারকলিপি দেন। রনির ভাষ্য, ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকেট কেনার চেষ্টা করেন তিনি। তার বিকাশ এ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়া হলেও ট্রেনের কোন আসন তিনি পাননি।
অভিযোগ তদন্তে কমিটি গঠন ॥ রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেয়া শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান ও অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির বিষয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এমন তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ তথ্য জানানো হয়। কমিটি গঠনের চিঠিতে বলা হয়, মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার দাবিসমূহ বাস্তবায়নে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ওই কমিটির সুপারিশসহ একটি প্রতিবেদন সাতদিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।