ঠাকুরগাঁওয়ে সরকারি ও বেসরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দের মধ্যে সকল বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষক কর্মচারী বৃন্দের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সকালে শহরের চৌড়াস্তা মোড়ে উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষক কর্মচারী বৃন্দের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।
এসময় বক্তব্য দেন,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি রমজান আলী সহ শিক্ষকবৃন্দরা।
বক্তরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষক কর্মচারী বৃন্দের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ চাকুরী জাতীয়করণের জোর দাবি জানান।
শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারণলিপি প্রদান করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।