মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধানে উৎসাহিত করতে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন জেলা ট্রাফিক বিভাগ।
দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট ও ফুল বিতরণ করা হয়।
মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীর সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাফিক বিভাগ মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার,সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।