মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিলাফি বন জার্মানির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয় চক্ষু শিবির কমিটির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে অসচ্ছল ও বয়স্ক চোখের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যাদের চোখের সমস্যা জটিল, তাদেরকে দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে আন্ধেরী হিলাফি বন জার্মানি সংগঠনের সভাপতি অ্যালভিয়া চক্ষু শিবিরের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজউদ্দীন আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের ম্যানেজিং কমিটির সদস্য মো. মেহেরুন ইসলাম, মো. আর কে সবুজ চৌধুরী, সাইদুর রহমান এবং জামালপুর উচ্চ বিদ্যালয়ের চক্ষু শিবির কমিটির নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।