ঠাকুরগাঁওয়ে ভ্যানচালকের মেয়ে মেডিকেল কলেজ ভর্তি হওয়ায় বাবার স্বপ্ন পূরণ৷
১ স্ত্রী, এক ছেলে,তিন মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে সাত সদস্যদের সংসারের আফতাবর রহমানের আয়ের উৎস ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন সেই মানুষটির আজ মুখে একটা হাসি দেখে মনটা জুড়ে গেল তার কোন কিছু নাই তবুও তার জন্য মহান আল্লহ তালা আশার আলো চোখ দিয়ে সামনেই খালি দেখে মনটা জুড়ে গেল তার । জানা গেছে তার একমাত্র ছেলেটি আবার ঢাকা বিশ্ববিদ্যালযে পড়াশোনা করে ।
নিজস্ব জমি জমা না থাকলেও একমাত্র রিক্সা ভ্যান চালিয়ে ৩ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্নে এগিয়ে চলেছেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামের একজন ভ্যান চালকের জীবন যাপন৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।