মো : আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদাতা: ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন” এই শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং সাইফ পাওয়ারটেকের সহযোগিতায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাবেক কৃতী ফুটবলার সোলেমান আলী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএফএ’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল, ফুটবল কোচ খায়রুল বাশার, জেলা রেফারী এসোসিয়েশনের সভাপতি খোকন কুমার দাস, ক্রীড়া সংগঠক মাসুদ রানা, এমসিএল ফুটবল একাডেমীর পরিচালক মো: আফজাল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব মনোয়ার হোসেন লেলিন, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব মফিজ উদ্দিন, কৃতী ফুটবলার সানজিদ আহমদসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: জুয়েল রানা। সহকারী পরিচালক ছিলেন মো: বেলাল হোসেন ও মনিরুল ইসলাম।
শেষে উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সজুন খান। খেলা চলাকালিন দর্শক সমাগম ঘটে প্রচুর। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। জেলার বিভিন্ন অঞ্চলের ২৮ জন খেলোয়াড় নিয়ে (লাল ও সবুজ) ২টি টিম গঠন করা হয়। সবজু টিমের দায়িত্ব এবং অধিনায়ক ছিলেন গোল কিপার রাকিব এবং লাল টিমের দায়িত্ব এবং অধিনায়ক ছিলেন সোহরাব হোসেন।
প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ১ - ০ গোলে জয়লাভ করে সবুজ টিম। খেলার প্রথমার্ধ ০ : ০ গোলে সমতায় ছিল। খেলার দ্বিতীয়ার্ধে ডি-বক্সের ভেতরে সবুজ টিমের স্ট্রাইকার রাফুলকে ফাউল করলে প্যানাল্টি দেয় খেলা পরিচালক। প্যানাল্টি থেকে রাফুলের গোল হলে ১ : ০ তেই খেলা শেষ হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।