আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও পৌর শহরের মাদরাসা পাড়ায় শিশু নিবির (১২) হত্যা মামলায় ১৪ বছরের আরেক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
সংবাদ সম্মেলনে পুলিশ বলছেন, ঘটনার দিন দুপুরে শিশু নিবির(১২) খেলতে যায় গ্রেফতারকত ওই শিশুর বাসায়। এসময় দুইজনের মধ্যে ঝগড়া হওয়ার এক পর্যায়ে গ্রেফতারকৃত ওই শিশু নিবিরের গলা চেপে ধরে। এতে সেখানেই মারা যায় শিশু নিবির। পরে গ্রেফতারকৃত ওই শিশু তার বাসার বস্তায় নিবিরের মরদেহ নিয়ে বাসার পাশে একটি গলিতে ফেলে দেয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, গ্রেফতারকৃত ১৪ বছরের ওই শিশু জিজ্ঞাসাবাদে বলেছেন মারবেল খেলা নিয়েই তাদের ঝগড়া হয়েছিলো। পরবর্তীতে ওই শিশু নিবিরের গলা চেপে ধরলে মারা যায় নিবির। এই ঘটনার দিন থেকেই আমাদের টিম কাজ করছে। তবে এখনো অবদি আর কাউকে এটার সাথে জড়িত পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার,সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ২০ এপ্রিল সকালে শহরের মাদরাসা পাড়ায় বাড়ির পাশের গলি থেকে শিশু নিবিরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।