মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও শহরে যানবাহনের চাপ বেড়েছে। ঈদ শপিং, গ্রামের বাড়িতে ফেরা এবং অন্যান্য কাজের জন্য সড়কে ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল উদ্যোগ নিয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মুছে যাওয়া গতিরোধক পুনরায় চিহ্নিত করার।
সোমবার (১৭ ই মার্চ) মধ্যরাতে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিপজ্জনক মোড়ে মুছে যাওয়া গতিরোধকগুলোতে নতুন করে চিহ্ন অঙ্কন করে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, "ঈদের সময় মানুষ বেশি ব্যস্ত থাকে, অনেকেই দ্রুত গতি তে গাড়ি চালায়। কিন্তু অনেক গতিরোধক চিহ্ন মুছে যাওয়ায় চালকরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনা ঘটে। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে ঈদের আগে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।"
সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম বলেন, "আমরা শুধু রাজনৈতিক কার্যক্রমেই সীমাবদ্ধ নই, জনসেবামূলক কাজেও সম্পৃক্ত থাকতে চাই। আমাদের লক্ষ্য, শহরের মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে।"
এই কার্যক্রমের সময় স্থানীয়রা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান। অনেকেই বলেন, "দীর্ঘদিন ধরে এসব গতিরোধক চিহ্নিত না থাকায় আমরা বুঝতে পারতাম না এবং প্রায় দুর্ঘটনার শিকার হতাম। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের জন্য খুবই উপকারী।"
এই উদ্যোগে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।