প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত-২
গাজীপুর প্রতিবেদকঃ
গাজীপুরের কোনাবাড়ী কলেজগেট ও কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রিক্সা চালক ও কভার ভ্যান চালক নিহত হয়েছে। পুলিশ নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (৭জুন) দুপুর সাড়ে বারটায় উপজেলার চন্দ্রা সিপি কারখানার সামনে এবং বিকেল সাড়ে চারটায় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাটারী চালিত রিক্সার চালক হলেন,জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার মৃত হযরত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৯) এবং মৃত কভার ভ্যান চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রামপুর গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে আসাদ (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড় বারোটায় উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনে ব্যাটারী চালিত রিক্সা কে ঢাকা গামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ব্যাটারি চালিত অটো রিক্সা চালক ছিটকে মহাসড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা ব্যাটারী চালিত রিক্সার চালক জহুরুল ইসলাম কে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।
অপরদিকে বিকেল সাড়ে ৪ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উপর পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করেন এবং ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির-উজ-জামান জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.