নিজস্ব প্রতিবেদক :
সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই কেন্দ্রীয় জামায়াতের সমাবেশকে সফল করতে সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার আগে থানার ডাকবাংলো থেকে র্যালি বের করে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলা মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ পাঠাগারের সামনে আলোচনা সভা করা হয়।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ আব্দুস সামাদ, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,থানা জামায়াতের সদস্য মাওলানা আব্দুর রহমান, থানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনিছুর রহমান, থানা ছাত্রশিবিরের সাংগঠনিক আব্দুল্লাহ প্রমূখ।
আলোচনা শেষে মোনাজাত করেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সদস্য এবিএম আব্দুস সামাদ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।