তাড়াশ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট সাহিত্যিক মওলানা রুহুল আমিন এর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের দোতালায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান।
তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাওলানা মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সগুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী, তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু হাসেম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাৎ হোসেন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন মিন্টু, সাংবাদিক আবু হাসান, ছোটন আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শাহজাহান আলী।
উল্লেখ্য: ২০১৬ সালে ১৫ নভেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা মরহুম রুহুল আমিন মৃত্যুর পুর্বে তাড়াশ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা, দৈনিক ইত্তেফাক পত্রিকার চলনবিল সংবাদদাতা, তাড়াশ সদরের ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার, তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।