প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ১:২০ অপরাহ্ণ
তারাবী নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্দ বিভিন্ন এলাকার মুসল্লীরা
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ও সলঙ্গায় রজমানের প্রথম দিন থেকে পল্লী বিদ্যুতের বারবার লোডশেডিং এর কারণে জন সাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারাবীর নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্দ হয়ে উঠেন বিভিন্ন এলাকার মুসল্লীরা।
এ দিকে অনেক বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে এখন সোস্যাইল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চনচল ও আলহাজ্ব এবং উল্লাপাড়া উপজেলার দূর্গানগরর ইউনিয়নের সচেতন নাগরিক আল-আমিনসহ অনেক মুসল্লী অভিযোগ করে বলেন, রমজান মাসে বিদ্যুতের লোড শেডিং হওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে তারাবির নামাজের ৫ মিনিট আগে চলে যায় এবং নামাজ শেষে ৫ মিনিট পরে আসে।
এছাড়াও ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। ফলে গরমে নামাজ পড়া দুঃসহ হয়ে ওঠে। ইফতার ও তারাবির সময় লোডশেডিং না করার আহ্বান জানান তারা।
এবিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন, বর্তমানে গ্যাস সরবরাহ পরিমাণ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রীণ থেকে আমরা কম পাচ্ছি। তাই এমনটা হচ্ছে। তবে আমরা সব জায়গায় লাইন রাখার চেষ্টা করছি। এবং খুব দ্রুতই এর সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.