সিরাজগঞ্জের তাড়াশে আলু ও পিয়াজের দাম সরকারি নির্ধারিত মুল্যের চেয়ে বেশি রাখায় দুই বিক্রেতা কে জড়িমানা করা হয়েছে ।
সোমবার সকালে তাড়াশ পৌর বাজারে বাজার মনিটরিং করার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দুই বিক্রেতা কে জড়িমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট খালিদ হাসান।
এ সময় সরকারী নির্ধারিত মুল্যর চেয়ে অতিরিক্ত দামে আলু ও পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করার অপরাধে তাড়াশ বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল হামিদ (৪৫) ও আলাউদ্দিন কে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জড়িমানা করা হয়।
এ সময় তাড়াশ থানা পুলিশ বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে সহযোগীতা করেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট খালিদ হাসান বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করতে গিয়ে দেখতে পাই দোকানী মুল্য তালিকা না ঝুলিয়ে সরকারি নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্যে আলু,পিয়াজ সহ পন্য বিক্রি করছে। পরে তাদের সহ সকল কে সচেতন করার লক্ষে ৩ হাজার টাকা করে ২ জনকে মোট ৬ হাজার টাকা জড়িমানা করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।