প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতি পাদ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মোঃ মনিরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২৮ জন প্রশিক্ষিত যুব নারী ও পুরুষের মাঝে ১৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।