সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার আব্দুর রহমান মিঞা নামের এক শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা ও অঞ্জলী রানী ঘোষ নামে এক মহিয়সী নারী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাপ্তাহিক চলনবিল বার্তার আয়োজনে-
সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু'র লেখা ‘মুক্তিযুদ্ধের স্মৃতিময় দিনগুলি’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (২৪ জুন) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক রাজু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গা একাংশ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নূরী তাসমিন ঊর্মি, রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভারসিটির রেজিষ্টার কে. এম আব্দুল মমিন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়ার শাজাহানপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি ও লালন গবেষক সাইফুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক, সাহিত্যমনা, গুণীজন, সুধীজনদের অনেকে উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।