সিরাজগঞ্জের তাড়াশের বোরোধানের ফসলি মাঠে কীটনাশক ব্যবহার না করে ক্ষতিকারক পোকা মাকড়ের কবল থেকে বোরধান কে রক্ষা করতে ও জমিতে ক্ষতিকারক পোঁকার আক্রমণ হয়েছে কিনা তা নির্নয়ে ব্যবহার হচ্ছে আলোক ফাঁদ। বুধবার সন্ধ্যার পরে উপজেলার তালম ইউনিয়নের গোন্তাগ্রামের ফসলি মাঠে কৃষকদের উপস্থিতে এ আলোক ফাঁদ দেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন ও মনিরুজ্জামান সুমন।
জানা গেছে, ফসলের ক্ষতি করে এমন কারেন্ট পোকা, মাজরা পোকা, গান্ধি পোকা ও চুঙ্গি পোকাসহ বাদামী ঘাস ফড়িং দমনে জমিতে আলোক ফাঁদের মাধ্যমে নির্নয় করা হয় মাঠে পোকার উপক্রম কেমন। আর এ পদ্ধতি ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়াতে উপজেলা কৃষি অফিস থেকে প্রতি নিয়ত বিভিন্ন ইউনিয়নে চলছে এ কার্যক্রম।
এসব পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকরা কীটনাশক বেশি বেশি ব্যবহার করছেন। তাই কৃষকদের ধানের জমিতে যেন কীটনাশক ব্যবহারে খরচ কমে সে জন্য ব্যাটারি চালিত লাইট দিয়ে এ আলোক ফাঁদ দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।