সোহেল রানা সোহাগ,তাড়াশ থেকেঃ সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা যুবলীগের আয়োজনে দিনব্যাপি বিশাল কর্মসুচি পালন করা হয়। ভোরে জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাজানানোর মধ্যে দিয়ে কর্মসুচি শুরু হয়ে দুপুর ৪ টার দিকে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে ৮ টি ইউনিয়ন থেকে আগত শত শত নেতা কর্মীদের বিশাল মিছিল একত্রিত হয়ে তাড়াশ পৌর বাজারের গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিন করেন। এতে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎতের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি সহ, আ'লীগের সহযোগী সংগঠন, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতা-কর্মীগণসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। র্যালী
শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতা-কর্মীরা। পরে আলোচনা সভায় গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন অতিথিগণ। বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে
দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। বিএনপি জামাতের জালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে যুবলীগ অতিতের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও সবাই নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় আনতে অনুরোধ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।