গাজীপুর জেলা সংবাদদাতা:
অতিরিক্ত তাপমাত্রায় ঢাকা-নরসিংদী রেল রুটের গাজীপুর মহানগরীর পূবাইলে রেললাইন বেঁকে গেছে। আজ দুপুর ১ টার দিকে পুবাইল থানা এলাকার আড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী রেল স্টেশনের রেল পুলিশের ইনচার্জ ছোটন শর্মা টঙ্গী জংশন স্টেশন মাস্টার রাকিবুর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রচন্ড তাপমাত্রায় পুবাইল আড়িখোলা এলাকায় একাধিক স্থানে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও লাইন মেরামতের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
টঙ্গী জংশন স্টেশন মাস্টার রাকিবুর রহমান আরো জানান, দুপুরের দিকে যখন আমরা খবর পাই তখন কিছু সময়ের জন্য রেল চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পাশের নালা ও পুকুর থেকে পানি এনে রবল লাইনে দেয়। তারপর রেল ঠান্ডা হলে রেল চলাচল স্বাভাবিক হয়। এ মুহুর্তে রবল লাইন সচল আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।