কতুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় সারাদেশের ন্যায় বেতাগীতেও রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেরুয়ারি) উপজেলার সকল সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং নিহতদের আত্মার শান্তির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ানুষ্ঠান, মন্দির ও দেশান্তরকাঠী খ্রিষ্টান পল্লীর গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দুপুর দুইটায় বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক। এসময় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।