সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টায় জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বসবাসরত প্রিয়নীড় আশ্রয়কেন্দ্রের ৪০জন হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল আলম প্রমুখ।
প্রিয়নীড় আশ্রয়কেন্দ্রের বসবাসরত হিজড়ারা কম্বল পেয়ে ভীষণ খুশি হন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।