ইনিস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা লেখা পড়ার পাশাপাশি নিজেকে একজন উদ্যোক্ত হিসাবে গড়ে তুলবে। তবেই জীবনে সফলতা আনতে পারবে।
শনিবার (২৮মে) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজ হল রুমে ইনিস্টিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের আয়োজনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক সেমিনারে বক্তব্যকালে তিনি এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, লেখা পড়া শেষ করে বেকার হয়ে চাকুরীর পিছনে না ছুটে একজন ভালো উদ্দোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। তখন দেখবে তোমার আর অন্য কোথাও চাকুরীর পিছনে ছুটতে হবে না। বরং তুমি নিজেই অন্যকে চাকুরী দিতে পারবে।
সেমিনারে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।