বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার করুনা বালিকা দাখিল মাদ্রাসার ‘২০২৪ সনে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়ানুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ফ্রেরুয়াারি) সকল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বিপুল সিকদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা খন্দকার এ লতিফ, মাদ্রাসার সুপার মুহাম্মদ আমীনুল ইসলাম, দাখিল পরীক্ষার্থী মীম আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী হাবীবা আক্তার সহ অন্যান্যরা। শেষে দাখিল পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।