রুবেল চৌধুরী, দিনাজপুরঃ
দিনাজপুরে গাঁ.জা সেবন ও সংরক্ষণের দায়ে রশেদুল
ইসলাম জসিম (৩৫) নামে এক যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
৬ এপ্রিল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শারমিন বেগম এ দন্ডাদেশ দেন ।
রশেদুল ইসলাম জসিম রাজবাটি এলাকার আব্দুর
রউফের ছেলে ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের পরিদর্শক লোকমান হোসেন বিষয়টি
নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুখসাগর এলাকায় অভিযান চালিয়ে জসিমকে
গাঁজাসহ আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে
হাজির করলে বিচারক ৩ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করেন। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয় ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।